২১ বছর ধরে প্রো-ভিসি নেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রো-ভিসি নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন হাবিপ্রবির বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানান। গতকাল দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হাবিপ্রবিতে দীর্ঘদিন ট্রেজারারের পদটি শূন্য থাকলেও তা কিছুদিন আগে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেওয়া হয়।
সমানভাবে প্রো-ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকা আরও গতি পাবে বলে তারা জানান। পাশাপাশি সেশন জটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মানববন্ধনের শিক্ষার্থীরা।