রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল ১২ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১২ প্রাণ

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, কক্সবাজার, দিনাজপুর, বগুড়া, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও নীলফামারীতে শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : শহরের তালতলা বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের সামনে গতকাল মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।  চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার কৈয়ারবিলের ইসলামনগর এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ দুজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।  দিনাজপুর : গতকাল দুপুরে খানসামা উপজেলার পুলহাট বাজারে ট্রাক্টর চাপায় বাঁধন ইসলাম নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিলয় নামে অপর এক আরোহী। এদিকে, শুক্রবার সন্ধ্যায় খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর চোধুরীপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল হামিদ নামে এক পথচারী নিহত হয়েছেন। অপরদিকে, সদর উপজেলার রামনগর বাঁশহাটি মহল্লার গতকাল মটরসাইকেলের ধাক্কায় সিয়াম নামে এক শিশু নিহত হয়েছেন। বগুড়া : শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহফিজুর রহমান সুজন নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ-ফাঁসিতলা সড়কের কুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ : শুক্রবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান সংঘর্ষে শুভ নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম : কুড়িগ্রাম-চিলমারী রোডে রামদাস ধনিরাম যুগীপাড়া এলাকায় গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া : মিরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া এলাকায় জ্যোতি তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী : সৈয়দপুর সড়কের কামারপাড়া এলাকায় গতকাল সকালে নৈশকোচের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর