বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

খেতেই বিক্রি হচ্ছে পাকা তরমুজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

খেতেই বিক্রি হচ্ছে পাকা তরমুজ

গরমকালের তৃপ্তিদায়ক ও উপকারী ফল তরমুজ। এ বছর পটুয়াখালীর কলাপাড়ায় এ তরমুজের বাম্পার ফলন হয়েছে। খেত থেকে পাকা তরমুজ কেটে বিক্রি করছেন কৃষক। লাভ বেশি পাবেন এ আশায় ইতিমধ্যে পাইকাররাও আসতে শুরু করেছেন। কেউ কেউ খেত আগাম বিক্রি করে দিচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে। তবে রসালো মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এর চাহিদাও প্রচুর। এসব তরমুজ স্থানীয় বাজারেও চড়া দামে বিক্রি হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে তরমুজের খেত। কেউ তরমুজ কাটছেন, কেউ স্তূ করছেন। কেউ ট্রলি-ট্রাকে তোলার প্রস্তুতি নিচ্ছেন। এসব তরমুজ পাইকাররা দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যাবেন। এ ছাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে রয়েছে কৃষকের কর্মব্যস্ততা। এবার বাম্পার ফলন হয়েছে এখানে। কৃষক রয়েছেন খোশমেজাজে। আগাম তরমুজ আবাদের মধ্য দিয়ে গেল বছরের করোনার ধকল কাটিয়ে উঠছেন কৃষক।

সর্বশেষ খবর