মিঠাপুকুর উপজেলায় বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী এক যুবককে নিজেদের সন্তান দাবি করেছে দুটি পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনার ফলে ডিএনএ টেস্টের মাধ্যমে বৈধ অভিভাবককে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে মিঠাপুকুর থানায় এ ঘটনা ঘটে। গতকাল প্রতিবন্ধী ওই যুবককে মিঠাপুকুর আমলি আদালতে তোলা হলে বিচারক তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, দুই পরিবারের সন্তান দাবি করা ওই যুবকের নাম-ঠিকানা দুই রকম। এক পরিবারের দাবি অনুযায়ী তার নাম নাহিদ (২৬), বাবা ফজলু মিয়া। গ্রামের বাড়ি লতিবপুর ইউনিয়নের রশিদপুর। অন্য পরিবারের দাবি- যুবকের নাম লিটন মিয়া (২২), বাবা ওয়াহেদ আলী। বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ডিএনএ টেস্টসহ পরবর্তী কার্যক্রম আদালত গ্রহণ করবে।