ফেনী শহরের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনের এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা মেহেরুন্নেছা লিপি (৩৮) ও তার মেয়ে হাফসা ইসলাম (১৫) মারা গেছেন। মেহেরুন্নেছা লিপি গত বুধবার দুপুরে এবং গতকাল সকালে হাফসা ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটের আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় লিপির অগ্নিদগ্ধ আরেক মেয়ে ফারহা ইসলামকে ঢাকায় আত্মীয়ের বাসায় নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। লিপি ও হাফসার লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। লিপি আবুধাবি প্রবাসী মাহফুজের স্ত্রী। মাহফুজ চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। লিপি সন্তানদের নিয়ে ফেনী শহরে ভাড়া থাকতেন। গত শুক্রবার রাতে শহরের হলি ক্রিসেন্ট স্কুলের পাশে তার পাঁচ তলার ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে মা-মেয়েসহ তিনজন দগ্ধ হন।
পর দিন মা ও ছোট মেয়েকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।