বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নিয়ামতপুরে খুন গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ভারত পাহান (২১) নামে এক নৃ-গোষ্ঠীকে খুনের দায়ে আরেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শ্রী সুবল পাহানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন কুমারী চঞ্চলা বাদী হয়ে  গতকাল থানায় মামলা করেন। জানা যায়, গত ৫ এপ্রিল আসামির সঙ্গে চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের মৃত-হারান পাহানের ছেলে ভারত পাহান অজ্ঞাতনামা স্থানে নেশা করতে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পাহানকে বেধড়ক মারপিট করে ধানখেতে ফেলে রাখে। পরদিন সকালে এলাকাবাসী সেখানে গরু চড়াতে গেলে খেতের মধ্যে পাহানের লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে।

একজনকে গ্রেফতার করা হয়েছে।

নেশা খেয়ে ভারত পাহান আসামি সুবল পাহানকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৯টায় নিজ বাড়ি আসলে বোন চঞ্চলা বলে এ কে? কাকে নিয়ে আসেছো ? বকাবকির কারণে ভারত পাহান পুনরায় সুবল পাহানকে রাত ১০টায় সুবল পাহানের খালা পার্শ্ববর্তী গ্রাম সোনারপাড়ার ফুতালীর বাড়ি এগিয়ে দিতে গেলে সে আর ফিরে আসেনি। রাত সোয়া ১০টায় বুধুরিয়া গ্রামের রঘু পাহান ভারত পাহানের ছোট ভাই সাগর পাহানকে ফোন করে বলে সোনারপাড়া গ্রামের মৃত- গজেন পাহানের ছেলে রঘুনাথ পাহানের বাড়ির পশ্চিম পার্শ্বে ভারত পাহান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে আসামী সুবলকে খুজতে তার খালার বাড়িতে গেলে সুবল নিজে ভারতকে হত্যার দায় স্বীকার করে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ে নেশা খাওয়ার কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই আসামী সুবলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি। সুবল প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে।

সর্বশেষ খবর