ময়মনসিংহের ফুলপুরে পানিতে পড়ে রুমেল (১৪) ও জাওয়াদ (আড়াই বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। রুমেল ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাগানবাড়ীর ট্রলিচালক সাইদুলের এবং জাওয়াদ উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা গ্রামের রাজিবের ছেলে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, রুমেল শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল। সে বিদ্যুৎ অফিসের পিছনে একটি ফিশারির পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে মারা যায়। আর জাওয়াদ খেলার ছলে বাইরে গেলে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।