রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রিমান্ড শেষে মাদানী কারাগারে

গাজীপুর প্রতিনিধি

রিমান্ড শেষে মাদানী কারাগারে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে  রফিকুল ইসলাম মাদানীকে আবারও কামিশপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগার পার্ট-২ পৌঁছে দিয়েছে বাসন থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন আদালতের সহকারী কমিশনার শুভাশীষ ধর জানান, গত ১১ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের টেকনগরপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে ১৮ এপ্রিল আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. সাখাওয়াত হোসেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার ২১ এপ্রিল ভার্চুয়ালি শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে তাকে ২২ এপ্রিল আদালতের নির্দেশনা অনুযায়ী বাসন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়। রিমান্ড শেষে গতকাল দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুকের আদালতে হাজির করা হয়। আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর