শিরোনাম
সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

ড্রেজার মেশিন ধ্বংস

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদরে খরকা বিলে দীর্ঘদিন ধরে সবার চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে ব্যবসা করার দায়ে গতকাল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করে ধ্বংস করে। ইউএনও বলেন, একটি চক্র খরকা বিলে ড্রেজার মেশিনে বালুর ব্যবসা করে আসছিল।

এতে ফসলি জমিসহ বিলের পাশে সড়ক হুমকির মুখে ছিল। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাফরোজা আক্তার, পুলিশ কর্মকর্তা। অন্যদিকে মাদারগঞ্জ সদরে বালিজুড়ী ও জুনাইল বাজারে বিকালে কেজিতে তরমুজ বিক্রি করায় ৪ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, মাস্ক না পরায় দুজনকে ৪০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর