গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর খাসপাড়া গ্রামের জুলেখা বেগমের (৫৭) স্বামী নিরুদ্দেশ প্রায় দেড় যুগ ধরে। এক ছেলে নিয়ে তিনি থাকেন। কিন্তু প্রায় দুই বছর ধরে অসুস্থ তিনি। সংসার চলে মানুষের দয়ায়। গতকাল সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন জুলেখা। তিনি বলেন, ‘অত কিছু কেউ কুনুদিন দিছে না। ঈদে আর চিন্তা নাই। যে দিছে আল্লাহ হেরে (তাঁকে) আমার মাতাত (মাথায়) যত চুল তত পরমাই (আয়ু) দিক। জুলেখাই নন, ছাফিরন, শ্রীপুর পৌর এলাকা, বরমী, তেলিহাটী ও কাওরাইদ ইউনিয়নের দরিদ্র রোগী, দুস্থ বিধবা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম ব্যক্তিসহ ভিক্ষুক, দিনমজুর, হকাররা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার সামগ্রী। এ উপহার সামগ্রী পেয়ে বেজায় খুশি অসহায় ওই মানুষজন। গতকাল দুপুরে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরার এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবদুল লতিফ, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম হিরণ। উপস্থিত ছিলেন- সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী দুলাল, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোড়ল, যুবলীগ নেতা পিন্টু আকন্দ, ছাত্রলীগ নেতা মাহবুব হাসান, কাইয়ুম শেখ প্রমুখ। আলোচনা সভার আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ