গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর খাসপাড়া গ্রামের জুলেখা বেগমের (৫৭) স্বামী নিরুদ্দেশ প্রায় দেড় যুগ ধরে। এক ছেলে নিয়ে তিনি থাকেন। কিন্তু প্রায় দুই বছর ধরে অসুস্থ তিনি। সংসার চলে মানুষের দয়ায়। গতকাল সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন জুলেখা। তিনি বলেন, ‘অত কিছু কেউ কুনুদিন দিছে না। ঈদে আর চিন্তা নাই। যে দিছে আল্লাহ হেরে (তাঁকে) আমার মাতাত (মাথায়) যত চুল তত পরমাই (আয়ু) দিক। জুলেখাই নন, ছাফিরন, শ্রীপুর পৌর এলাকা, বরমী, তেলিহাটী ও কাওরাইদ ইউনিয়নের দরিদ্র রোগী, দুস্থ বিধবা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম ব্যক্তিসহ ভিক্ষুক, দিনমজুর, হকাররা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার সামগ্রী। এ উপহার সামগ্রী পেয়ে বেজায় খুশি অসহায় ওই মানুষজন। গতকাল দুপুরে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরার এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবদুল লতিফ, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম হিরণ। উপস্থিত ছিলেন- সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী দুলাল, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোড়ল, যুবলীগ নেতা পিন্টু আকন্দ, ছাত্রলীগ নেতা মাহবুব হাসান, কাইয়ুম শেখ প্রমুখ। আলোচনা সভার আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান