মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় দিনের মতো বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেল হতদরিদ্ররা

ময়মনসিংহ প্রতিনিধি

দ্বিতীয় দিনের মতো বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেল হতদরিদ্ররা

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ঈদ উপহার তুলে দিয়েছে ময়মনসিংহের তিন উপজেলার ভিক্ষুক, হকার, রিকশাচালক, হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে। সোমবার ময়মনসিংহ নগরী, ভালুকা, ফুলবাড়িয়া ঈশ্বরগঞ্জ উপজেলায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে রবিবার জেলায় শিশুখাদ্যসহ ৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়।

বিকালে নগরীর মুকুল নিকেতন স্কুল মাঠে শতাধিক সংবাদপত্র বিক্রেতার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। হকার্স সমিতির নেতারা এগুলো গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার। হকার্স সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম রিপন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, ফুলবাড়িয়া উপজেলায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সরকার, ডা. হারুন আল মাকসুদ, হারুন                   অর রশিদ প্রমুখ।

এছাড়া, ঈশ্বরগঞ্জ উপজেলার তিন শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দুপুরে পৌর বালিকা বিদ্যালয়ে বসুন্ধরার উপহারসামগ্রী তুলে দেন ইউএনও জাকির হোসেন। উপস্থিত ছিলেন ওসি আবদুল কাদের মিয়া, প্রেস ক্লাব সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর