বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

বুড়িমারীতে আমদানি-রপ্তানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে  ছয় দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল থেকে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা সভায় গত ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দেয়। গতকাল বিকাল ৩টা পর্যন্ত আমদানি-রফতানির কার্যাক্রম চলে। এদিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাইকমিশনের অনুমতি বা এনওসি নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার করছেন। ভারতে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশের পর থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’ বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ‘উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর দিয়ে গতকাল থেকে আবারও ব্যবসাবাণিজ্য শুরু হয়েছে।  এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকার পর আমদানি-রফতানির কার্যক্রম চালু হয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমের কার্যক্রম চলমান ছিল।

সর্বশেষ খবর