বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

রেলের জমিতে স্থাপনা নির্মাণ করে বিক্রি

ফরিদপুর প্রতিনিধি

রেলের জমিতে স্থাপনা নির্মাণ করে বিক্রি

ফরিদপুরের বোয়ালমারীতে রেলের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা। রেল কর্তৃপক্ষ বলছে, রেলের জমি দখলের অভিযোগ তাদের হাতে এসেছে। দ্রুতই জমি দখলমুক্ত করা হবে। সূত্র জানায়, বোয়ালমারী রেল স্টেশনের পাশে হাসপাতাল সড়কের সঙ্গে কয়েক হাজার শতক জমি রয়েছে রেলের। সেই জমির বিশাল অংশ দখল করে রেখেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির এক নেতা। এর মধ্যে কিছু জমি তিনি রেলের কাছ থেকে লিজ নেন। কয়েক বছর ধরে ওই নেতা সরকারি জমি নিজের নামে দেখিয়ে শতাংশ বা পজিশন আকারে বিক্রি করছেন। যারা তার কাছ থেকে জমি কিনেছেন তারাও পাকা স্থাপনা নির্মাণ করছেন। বর্তমানে ঝুনু মিয়া নিজেই সরকারি ওই জমিতে আরসিসি পিলার করে পাকা স্থাপনা গড়ে তুলছেন।

সর্বশেষ খবর