শিরোনাম
শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

২০ হাজার লোকের কর্মসংস্থান হবে চলনবিল ডিজিটাল সিটিতে

নাটোর প্রতিনিধি

২০ হাজার লোকের কর্মসংস্থান হবে চলনবিল ডিজিটাল সিটিতে

নাটোরের সিংড়ায় ১৫ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে ‘চলনবিল ডিজিটাল সিটি সেন্টার’। এর আওতায় থাকবে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো- হাইটেক পার্ক, ইনকিবিউশন সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন ২০ হাজার লোক। এক জায়গায় চারটি প্রতিষ্ঠান হচ্ছে জেনে খুশি ফ্রিল্যান্সারসহ স্থানীয়রা। সরেজমিনে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকার বিশাল এলাকাজুড়ে নির্মাণ করা হচ্ছে চলনবিল ডিজিটাল সিটি সেন্টার। আইসিটি বিভাগের অধীনে ৪৩ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক ও ১৫৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবিউশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩৪ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে সিংড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এরই মধ্যে হাইটেক পার্ক ও গণপূর্ত বিভাগের অধীনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে। চারটি প্রতিষ্ঠানের মধ্যে হাইটেক পার্কের মূল ভবনের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ দ্রুত গতিতে চলছে। চারটি প্রতিষ্ঠানের সঠিকভাবে সম্পন্ন হলে চলনবিলের অন্তত ২০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, চলনবিল ডিজিটাল সিটি সেন্টার নির্মাণ শেষ হলে এখানে একখ- সিঙ্গাপুর গড়ে উঠবে।

সর্বশেষ খবর