শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

কারখানার বয়লারের গরম পানিতে দগ্ধ চার শ্রমিক

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানিতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের ৬০ শতাংশ এবং বাকি দুজনের ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আশুলিয়ার কুটুরিয়া এলাকার ডায়িং কারখানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রাশেদুল, হাসান, সন্দ্বীপ ও আনোয়ার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন কয়েক ব্যক্তি। এদের মধ্যে ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিইউতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা জানান, কারখানার ভিতরে কাজ করার সময় বয়লারের গরম পানি শরীরে পড়লে তারা দগ্ধ হন।

সর্বশেষ খবর