শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

কোটি টাকার ড্রেন নির্মাণের পরও জলাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কোটি টাকার ড্রেন নির্মাণের পরও জলাবদ্ধতা

অল্প বৃষ্টিতে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ হতে ভোলাহাট মেডিকেল মোড় পর্যন্ত রাস্তা পানিতে ডুবে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হতো হাজার হাজার মানুষকে। দুর্ভোগ কমাতে রাস্তাটি পুনঃসংস্কার ও পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ড্রেন ও রাস্তার নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। শুধু ড্রেনের কাজে ব্যয় হয় ১ কোটি ৫৮লাখ ৭২হাজার ১১৯টাকা। সরকার জনস্বার্থে এত টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা পূর্বের মতোই রয়েছে। অপরিকল্পনা তথা ত্রুটিগত ডিজাউনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার দিনব্যাপী হাল্কা বৃষ্টিতে পুরো রাস্তাটি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার মানুষকে ওইপথে যাতায়াতে পড়তে হয়েছে চরম ঝুঁকির মুখে। এদিকে জলাবদ্ধতার কারণে রাস্তাটিতে ছোট ছোট শিশুরা মাছ ধরছে এমন দৃশ্যও দেখা গেছে। এই প্রসঙ্গে এলাকার মুদি ব্যবসায়ী মোঃ শাহীন বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেন নির্মাণ করে দিল জনগণের দুর্ভোগ কমাতে। কিন্তু যে দুর্ভোগ আগে ছিল তা রাস্তা ও ড্রেন নির্মাণের পরও একই রয়েই গেল। এ ছাড়া একই এলাকার মো. টিপু বলেন, তার বাড়ির পূর্ব পাশে মসজিদ।

কিন্তু জলাবদ্ধতার কারণে মসজিদে নামাজ আদায় করতে পারছেন না তার মতো এলাকার অনেকেই। সংশ্লিষ্ট গোহালবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম জানান, সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেন ও রাস্তা নির্মাণ করেছে। কিন্তু স্থানীয়ভাবে সঠিক পরিকল্পনা না করে অপরিকল্পিত ড্রেনের ডিজাইন করায় পানি নিস্কাশন হচ্ছে না। ফলে অল্প বৃষ্টিতে পূর্বের মত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল কাদেরও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর