মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

নতুন করোনা টিকা কার্যক্রম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে চীন থেকে আমদানিকৃত সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সকালে জেলার ২৫০ শয্যা হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এমপির নির্দেশনায় পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাসসহ হাসপাতাল কর্তৃপক্ষ সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে টিকাদান শুরু করে।

এ সময় জেলা ছাত্রলীগের রানা হামিদ ও সদর পৌরসভার পক্ষ থেকে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। সদর হাসপাতালে আগতরা রেজিস্ট্র্রেশনের মাধ্যমে বিনামূল্যে টিকা গ্রহণ করছেন। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম  জানান, নতুন করে চীনের সিনোফার্মের ২৭ হাজার ২০০ টিকা  হাসপাতালে এসে পৌঁছিয়েছে। গতকাল সদর হাসপাতালে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম চলছে। আজ থেকে উপজেলা পর্যায়ে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল সকাল থেকেই সদর হাসপাতালে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সর্বশেষ খবর