শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

অক্সিজেন সেবা নিয়ে করোনা রোগীর পাশে

নীলফামারী প্রতিনিধি

অক্সিজেন সেবা নিয়ে করোনা রোগীর পাশে

করোনা সংক্রমিত রোগীদের পাশে অক্সিজেন সেবা নিয়ে দাঁড়িয়েছে একটি ছাত্র সংগঠন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসব উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে জেলার ডিমলা উপজেলায়। শুধু অক্সিজেন নয় সুরক্ষায় বিভিন্ন উপকরণও বিতরণ করা হচ্ছে। ডিমলা উপজেলা ছাত্রলীগের  উদ্যোগে গত শনিবার বিকাল থেকে এই সেবা কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এদিকে উপজেলার ১০টি ইউনিয়নে ৬ হাজার মাস্ক বিতরণ করা হয় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে। দুটি সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে অক্সিজেন সেবার জন্য। একই উপজেলায় ২০ জুলাই বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে ফেসবুক ভিত্তিক সংগঠন হামার ডিমলার উদ্যোগে করোনা সুরক্ষা বুধ এর যাত্রা শুরু হয়। এখানে ফ্রি অক্সিজেন সেবা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ বিতরণ করা হয়েছে। উদ্যোক্তা সাইয়েন কাদির সরকার কানন বলেন, আমাদের বুথে ৪টি সিলিন্ডার রয়েছে। একেকটি থেকে ১২ ঘণ্টা করে অক্সিজেন সেবা দেওয়া যাবে। উপজেলার যে প্রান্তে করোনা রোগীর অক্সিজেন সেবা প্রয়োজন হবে সে প্রান্তেই স্বেচ্ছাসেবকরা সিলিন্ডার নিয়ে হাজির হয়ে হাসপাতালে পৌঁছে দেবে। আমাদের একই বুথ থেকে করোনা সুরক্ষা উপকরণ এবং ওষুধ পাবেন রোগীরা। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, করোনা শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জুলাই পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর