বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হ্যান্ডকাফসহ প্রতারক গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী এরশাদনগর চানকিরটেক এলাকায় গত সোমবার রাতে গাজীপুরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিক ও প্রতারক চক্রের হোতা আকাশ ইবনে যুবরাজ নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশ তাঁর হেফজতে থাকা চারটি ভুয়া আইডি কার্ড, একজোড়া হ্যান্ডকাফ, ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

 এবং তাঁর ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। পুলিশ জানায়, যুবরাজ দীর্ঘদিন টঙ্গী ও আশপাশ এলাকায় কখনো সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট আবার কখনো পুলিশের কর্মকর্তা এমনকি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং চাকরিবাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ পরিদর্শক মো. এমদাদুল হকের নেতৃত্বে টঙ্গী দত্তপাড়া চানকিরটেক এলাকায় রাতভর অভিযান চালিয়ে যুবরাজকে গ্রেফতার করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রতারণা সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন শরিফ। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের শেষে  সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ব্যাপারে মহানগর ডিবি পুলিশের ওসি এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী গাজীপুরে কতিপয় ভুয়া সাংবাদিক আইডি কার্ড বানিয়ে নানা অপরাধসহ মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা  করে বেড়াচ্ছে। এই প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর