শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

উন্নয়নের সব স্বপ্ন বাস্তবায়ন করেন শেখ হাসিনা : মির্জা আজম

আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুধু উন্নয়নের স্বপ্নই দেখান না, উন্নয়নের মধ্য দিয়েই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তারই অংশ হিসেবে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাদারগঞ্জ-সারিয়াকান্দি এই দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন শেখ হাসিনা। গতকাল জামালপুরের মাদারগঞ্জের জামথল লঞ্চঘাটে মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুরুতে ছোট ফেরি দিয়ে যাত্রা শুরু করলেও খুব শিগগিরই এই নৌ-পথ দিয়ে বড় ফেরিতে ভারী যানবাহন চলাচল করবে। তাই শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আমরাও স্বপ্ন দেখছি আগামী ২০৪১ সালের মধ্যে এ স্থানেই পদ্মা সেতুর মতো একদিন সেতু তৈরি হবে।        জামালপুর/মাদারগঞ্জ প্রতিনিধি

 

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন গতকাল গাজীপুরে লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা যাচ্ছিল। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রুটে ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য জামালপুর কমিউটার ট্রেনকে ওই স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের জন্য স্টেশনের প্রায় ২০০ গজ দূরে হোম সিগন্যাল এলাকা দিয়ে ক্রসিং পয়েন্ট অতিক্রম করার সময় ওই ট্রেনের ইঞ্জিন বগির দুই পাশের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এ সময় চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান।          -গাজীপুর প্রতিনিধি

 

আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মাস্তান মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য প্রতিপক্ষ দল বিএনপির বিরুদ্ধে ভাঙচুর ও হামলার অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন মিলন। ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ বিষয়ে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের সিংহারদহ দক্ষিণপাড়া এলাকার ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। তারা যুবলীগ কর্মী হিমেলকে বেধড়ক মারপিট শুরু করে। তাকে রক্ষা করতে গিয়ে মারপিটের শিকার হন বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা বাশারতুল্লাহ বাশার। এ সময় অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে দুষ্কৃতকারীরা।         -নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর