সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চাকরির নামে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মেহেরুল ইসলাম (৩৩) ও তালোড়া পৌরসভার রেলকলোনির কামরুল হাসান (২৯)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি ল্যাপটপ, ১৮টি মোবাইল, ১৫টি সিডি, ১টি পিসি, ২টি হার্ডডিক্স, পেনড্রাইভ ৭টি ও ৫৮টি মোবাইলের সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গতকাল সকালে বগুড়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি এসব তথ্য জানান।

 তিনি বলেন, গ্রেফতার মেহেরুল একটি বাহিনী চাকরিচ্যুত সদস্য এবং কামরুল কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষ। তারা চাকরি প্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সরকারি চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতো। এরপর সেই প্রার্থীর কাছে নিয়োগপত্র দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। এ ঘটনায় প্রতারণার স্বীকার একাধিক ব্যক্তি র?্যাবের কাছে অভিযোগ করেন।

সর্বশেষ খবর