বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মহানন্দায় ভাঙন শুরু

হুমকিতে কয়েক শ’ পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মহানন্দায় ভাঙন শুরু

এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন এলাকায় মহানন্দা নদীর ভাঙন শুরু হয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে কয়েকশ’ পরিবার। জানা গেছে, গত এক সপ্তাহ থেকে মহানন্দা নদীতে ভাঙন দেখা দেওয়ায় দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর ও বালুটুঙ্গি এলাকার প্রায় দুই কিলোমিটার জুড়ে কয়েকশ’ বাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মহানন্দা নদীতে এ অবস্থার সৃষ্টি হওয়ায় নদীর কাছাকাছি থাকা বাড়িগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষজন জানান, প্রতিবছর এ সময় নদী ভাঙন দেখা দেওয়ায় এলাকাবাসীকে চরম ভয়ে থাকতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা। এলাকার কৃষক রবু জানান, এরই মধ্যে নদী ভাঙনে তার বাড়িসহ ৫-৬ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপরদিকে আয়েশা বেগম নামে গৃহিণী বলেন, নদী ভাঙনে তার বাড়ির ২টি ছাগলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নদীগর্ভে বিলীন হয়ে  গেছে। ভাঙন আতঙ্কে রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারেন না। বৃদ্ধা সাজেদা বেগম আঞ্চলিক ভাষায় বলেন, হারঘে (আমাদের) দেখার কেহু (কেহ) নাই। হামরা (আমরা) সরকারের কাছে চাহাছি(চাইছি) নদীটাকে বাইন্ধা (বেঁধে) দিক। হামরা কোনো সাহায্য চাহিনা, নদী বাইন্ধা চাহি।’ এ বিষয়ে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন, নদী ভাঙনের কারণে প্রতিবছরই ওই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকেন। মাঝেমধ্যে কিছু জিও ব্যাগ ও বালির বস্তা দিয়ে প্রটেকশন দেওয়া হয়। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় ভাঙনের ঝুঁকি থেকে যায়। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর