শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিজের বাল্যবিয়ে বন্ধ করল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নিজের বাল্যবিয়ে বন্ধ করল ছাত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে নিজের বাল্যবিয়ে বন্ধ করল দশম শ্রেণির এক মাদরাসাছাত্রী। ওই শিক্ষার্থী জানায়, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কয়েক দিন ধরে বিয়ের আলোচনা হচ্ছিল। আমার মা-বাবাকে নিষেধ করি এখনই আমাকে বিয়ে না দেওয়ার জন্য। তার পরও বিয়ের উদ্যোগ নেওয়ায় ঘটনাটি আমার মাদরাসার শিক্ষককে জানাই। মাদরাসার অধ্যক্ষ আবদুল মান্নান জানান, আমার প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই। প্রশাসনের হস্তক্ষেপে মেধাবী ওই শিক্ষার্থী বাল্যবিয়ের হতে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করা হয়। উপজেলায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল দুপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই ছাত্রীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী ও ইউএনও সুমন দাস।

সর্বশেষ খবর