শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বজ্রপাতে দুজনের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে পোলট্রি খামারের দুই কর্মীর মৃত্যু ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া গ্রামের একটি পোলট্রি খামারে। সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম জানান, গতকাল সকালে কর্শা ঝিকরজোড়া গ্রামে সোহেলের পোলট্রি খামারে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও একজন আহত হন। সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাটি ঘটে। বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামের আবুল কালাম (৪৫) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরদ্রোন গ্রামের জুয়েল মিয়া (২২)। -কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, প্রেমিক গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার মারুফ (২২) শরিয়তপুরের নড়িয়া থানার মির্জাপুর গ্রামের মনির হোসেনের ছেলে। মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, তল্লা এলাকার এক কিশোরীর (১৭) সঙ্গে মারুফের প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। এর মধ্যে মারুফ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মারুফ সব ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে। এ ঘটনায় ওই কিশোরীর মা মামলা দায়ের করেন।         -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

আইচসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গ্রাম আইচ ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার উত্তর জগন্নাথকাঠি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কাউখালীর কেশরতা গ্রামের সুব্রত শিয়ালী ও বাবুল মীর। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিলসহ কামরুজ্জামান (২৭) নামে এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর একটি দল রূপসী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কামরুজ্জামান নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।    -পিরোজপুর ও রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর