দীর্ঘ আঠারো বছর ধরে নির্বাচন হচ্ছে না আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে। সীমানা জটিলতার কারণে উপজেলার ৫টি ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও এই ইউনিয়নের তফসিল ঘোষণা হয়নি। সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপেও এই ইউনিয়নের তফসিল ঘোষণা না হওয়ায় গতকাল ক্ষোভে ফেটে পড়েছে ইউনিয়নের সাধারণ ভোটাররা। পরে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে।
গতকাল দুপুরে আটোয়ারী উপজেলা কার্যালয়ের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন, সহসভাপতি আ খ ম শামসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা জাসদের (আম্বিয়া) সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রধান প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারক লিপি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভূমি কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ আঠারো বছর ধরে বলরামপুর ইউনিয়নে নির্বাচন হয়না। সর্বশেষ ২০০৩ সালে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নটির একটি অংশ বোদা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। সীমানা জটিলতার কারণে ভোট স্থগিত হলেও ২০১৮ সালে নির্বাচনী গেজেট প্রকাশিত হলেও রহস্যজনকভাবে তা আলোর মুখ দেখেনি। ওই ইউনিয়নের ৩ জন ওয়ার্ড সদস্য ইতিমধ্যে মারা গেছে। ১ জন ওয়ার্ড সদস্য পদত্যাগ করেছেন। বর্তমান চেয়ারম্যান ষড়যন্ত্র করে নির্বাচন আটকে রেখেছেন। বক্তারা অবিলম্বে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করে নির্বাচন ঘোষণা করার দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান বলরামপুর ইউনিয়নের সীমানা জটিলতা নিরসনের জন্য কাজ চলছে। খুব শিগগিরই সীমানা সমস্যার সমাধান হবে। আশা করছি পরের ধাপেই এই ইউনিয়নে নির্বাচন হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        