রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

একসঙ্গে তিন বোন সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে একসঙ্গে তিন বোন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই নারী সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন সেবা নেওয়ার জন্য কোনো ভোটারকে তাদের দ্বারে দ্বারে নয়, তারাই যাবেন ভোটারের ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা। এই তিন বোন হলেন- একাধিকবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার আলেয়া বেগমের মেয়ে হালিমা বেগম, নাসিমা বেগম ও শাহনাজ পারভীন। এদের মধ্যে হালিমা উপজেলার বেলঘড়িয়া ইউনিয়নে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে, নাসিমা একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ও শাহনাজ নির্বাচিত হয়েছেন একই উপজেলার ছাতনী ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। হালিমা বেগম বলেন, তাদের মরহুম বাবা আবদুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। তারা এখনো সেই কষ্ট ভোলেননি। তাদের মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মাকে দেখেই তারা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন। তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে রেখেছেন বড় অবদান। তিন মেয়ের এমন বিজয়ে দারুণ খুশি তাদের মা আলেয়া বেগম।

সর্বশেষ খবর