রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শীতে কাঁপছে উত্তর জনপদ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা ডোমারের জনপদ। তিন দিন থেকে এ অঞ্চলে জেকে বসা শীতে কাঁপছে মানুষ। গতকাল উপজেলায় সূর্যের মুখ দেখা যায়নি।

ঘন কুয়াশার সঙ্গে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তীব্র ঠান্ডায় শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না। বেশি কাবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। অনেক শিশু শীতজনিত রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে বাড়ছে রোগী।  শীতের থাবায় সন্ধ্যার পর হাট-বাজার জনশুন্য হয়ে পড়ছে। কম্বল-লেপের দোকানে ভিড় দেখা গেছে।  ঘন কুয়াশায় দিনের বেলাও যানবাহন হেড লাইট জ্বালিয়ে চালাচল করছে। নিম্নআয়ের মানুষ খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করছেন অনেকে।

জানা গেছে, নিম্নআয়ের মানুষের মধ্যে সরকারি-বেসরকারি ও বিভিন্ন ব্যক্তির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর