যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গতকাল পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধাভারে স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। প্রথমে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। পরে এক এক করে জেলা পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : প্রথম প্রহরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ ছাড়া সকালে শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং বিকালে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও জেলার ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করা হয়।
দিনাজপুর : বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার-সংলগ্ন শূন্য রেখায় দুই বাংলার মানুষের অংশগ্রহণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। হাবিপ্রবির কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এদিকে খানসামার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নাটোর : রাত ১২টা ১ মিনিট থেকেই জেলার কানাইখালী মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
ঝিনাইদহ : দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা : প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেরপুর : শহরের শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথম প্রহরে জেলা প্রশাসক, রাষ্ট্র ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
মাগুরা : একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া ভোরে কালেক্টরেট চত্বর থেকে প্রভাতফেরি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
চুয়াডাঙ্গা : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।