রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু

দুটি তদন্ত কমিটি গঠন, দুজন বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরভাটা গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে গত শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তরা হলেন, সুবর্ণচরের জুনিয়র ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ ও লাইন ম্যান শাহিনুল ইসলাম। এদিকে এ ঘটনায় নোয়াখালী পল্লী বিদ্যুতের জোনাল অফিস থেকে একটি এবং ঢাকা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফা। তিনি বলেন, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অনিয়ম বা কারোর গাফিলতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী ২-৩ দিনের মধ্যে ঢাকা থেকে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শনে আসবে। উল্লেখ্য, সুবর্ণচরের পূর্ব চরভাটা গ্রামে বৃহস্পতিবার বিকালে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইয়াসিন (৩) ও মা কহিনূর বেগম (৩৫) মারা যান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর