সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সড়কে নিহত সাত, আহত ২৩

প্রতিদিন ডেস্ক

সড়কে নিহত সাত, আহত ২৩

নরিসংদীর সিংড়ায় বাসচাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুরে নারী এবং বরিশাল, নরসিংদী, মুন্সীগঞ্জ ও কুড়িগ্রামে চার যুবক নিহত ও ২৩ জন আহত হয়েছেন। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নাটোর : সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাপ্পি ওরফে কনক (১৯) ও আল-আমিন (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর : রংপুরের তারাগঞ্জে বিআরটিসি ও নুরানী ট্রাভেল-এর দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। বরিশাল : ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক যুবক নিহত হয়েছেন। নিহত হালিম মৃধা (৩৭) শহরের পলাশপুর এলাকার খোকন মৃধার ছেলে। নরসিংদী : মনোহরদী উপজেলায় সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত এক যুবকের লাশ। গতকাল সকালে উপজেলার হেতেমদী এলাকায় ইটাখোলা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথা থেঁতলানো ছিল। সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় শনিবার রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হেলাল সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে হেলপার নিহত ও চালক আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলতলা গ্রামে এ ঘটনা  ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর