রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ জেলা শাখা। গতকাল দুপুরে মোক্তারপাড়া পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  মানববন্ধনকারীদের ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করেছেন বলে অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া।

এদিকে ছবি তোলা নিয়ে পুলিশসহ কয়েকজন সাংবাদিকের সঙ্গে বাগবিতন্ডা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি তেমন কিছু না। ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে রহিম নামে এক হেফাজত কর্মী বক্তব্য দিলে ছাত্রলীগ কর্মীরা এতে বাধা দেয়, এই টুকুই। পুলিশ ভিডিও করছিল। এটা নিয়ে একটু তর্কাতর্কি হয়। তেমন কিছু হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কামরান আহমেদ, মামুন আহমেদ প্রমুখ। বক্তারা ভোজ্য তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকির মাধ্যমে দাম কমিয়ে আনার জোর দাবি জানান।

সর্বশেষ খবর