শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

কনেসহ ছয়জন জেলহাজতে

ভুয়া কাবিননামা তৈরি করে হয়রানি

জয়পুরহাট প্রতিনিধি

ভুয়া কাবিননামা তৈরি করে সেই স্বামীর বিরুদ্ধে যৌতুক, নির্যাতন ও মোটা অঙ্কের মোহরানা দাবিতে মামলা করা হয়। সেই মামলায় জেল খাটার পর অভিযোগ ভুয়া প্রমাণ হয়। এ ঘটনায় কথিত কনেসহ তার পাঁচ সহযোগীকে জেলহাজতে পাঠিয়েছে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বুধবার বিকালে আদেশ দেওয়ার পর  সন্ধ্যায় ছয়জনকে জেলহাজাতে পাঠানো হয়। অভিযুক্তরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের রুবেল শেখের মেয়ে রিনী আক্তার, একই গ্রামের উত্তর পাড়ার এবারত আলীর ছেলে ইসরাইল শেখ, চণ্ডিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাঈদ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের হায়দার আলীর ছেলে সোহেল রানা, রতনপুর গ্রামের কেরামত আলীর ছেলে পারভেজ আলী ও বগুড়া সদর উপজেলার ইমান আলীর ছেলে রবিউল ইসলাম। ২০২১ সালের ১৯ অক্টোবর আদালত আল আমিনকে জেলহাজাতে পাঠান। ৩১ অক্টোবর জামিনে মুক্ত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর