বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে যৌতুকের দাবিতে কুলসুম আক্তার নামে এক গৃহবধূকে জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় কুলসুমের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক জেলা জজ এস এম সাইফুল ইসলাম বিচারক গতকাল পুলিশ ব্যুরো আব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, বিয়ের ৪ মাস না যেতেই স্বামী লুৎফর রহমান শেখ মোটরসাইকেল কেনার জন্য কুলসুমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কুলসুম তার দারিদ্র্য বাবার কাছ থেকে এক লাখ টাকা এনে দেন। বাকি টাকার জন্য স্বামীর ও শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা গত ৩ মার্চ রাতে কুলসুমকে মারধর করে জোর বিষ খাইয়ে হত্যা করে। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর আদালতের বিচারক জেলা জজ এস এম সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে গতকাল বাগেরহাট পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সর্বশেষ খবর