বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের গেটের বিপরীতে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে গতকাল ভুল চিকিৎসায় ওমর উদ্দিন (৬৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওমর উদ্দিন জেলা সদরের মধ্যপাড়া গ্রামের মৃত নয়ন শেখের ছেলে। এ ঘটনায় রোগীর পরিজন ও উত্তেজিত জনতা সেন্টারের সামনে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানান, ওমর উদ্দিন মঙ্গলবার রাত ৩টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। গতকাল তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। স্বজনরা ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য নিলে সেখানের চিকিৎসক ডা. মনির হোসেন রোগী দেখে রক্ত সংগ্রহ করেন। সেইসঙ্গে রোগীকে ইনজেকশন দিয়ে স্যালাইন প্রয়োগ করেন। তার কিছুক্ষণের মধ্যেই রোগী ওমর উদ্দিন মৃতুর কোলে ঢলে পড়েন। রোগী মৃত্যুর সঙ্গে সঙ্গেই চিকিৎসক ডা. মনির হোসেন এবং ডায়াগনস্টিক সেন্টারের লোকজন গা ঢাকা দেন। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তারা আসেননি। নিহতের স্বজনরা থানায় এসেছিলেন তবে তারা কোনো অভিযোগ করেননি।

সর্বশেষ খবর