শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

চুরি মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

ছাগল চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়।           বুধবার রাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া গ্রামের আবু গাজী বাদী হয়ে মামলা করেন।

এজাহারের বরাত দিয়ে দুমকী থানার এসআই আলী হোসেন জানান, বাদী আবু গাজী তার বসতবাড়ির পাশে নিজ জমিতে দুই বছর আগে মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। বুধবার সকালে রাজন ওই বাঁধ কাটতে যান। আবু গাজী বাধা দিলে রাজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজন তাকে হুমকি দিয়ে চলে যান। বিকালে আবু গাজীর একটি ছাগল রাজন জবাই করে মাংস তার ঘরের ফ্রিজে রাখেন। দুমকী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পাশাপাশি বাড়ির দুই পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এটা মীমাংসার যোগ্য ছিল। কেউ ইন্ধন দিয়ে ঘটনাটি মামলা পর্যন্ত নিয়ে গেছে। বিষয়টি দুঃখজনক। আমি শুনেছি রাজনের ঘর থেকে চোরাই ছাগলের মাংস উদ্ধার করা হয়েছে। রাজন দোষী হলে তার শাস্তি হবে।’

সর্বশেষ খবর