নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে। গতকাল নগর ভবনে নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে সকাল থেকে ওই কর্মসূচি শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২১০ (১) ধারা মোতাবেক ছয় দফা দাবি তোলেন। বিক্ষোভে অংশ নেন আড়াই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবারের সদস্যারা।
পরিছন্নতাকর্মীরা জানান, বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার কারণে পিছিয়ে যাচ্ছে। ধনীরাও অর্থনীতি নিয়ে চিন্তিত। তখন মাত্র ১৭৫ টাকা রোজে দৈনিক কাজ করে কীভাবে সংসার পরিচালনা করব। তাই বাধ্য হয়েই রাজপথে আন্দোলনে নেমেছি। ধর্মঘটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল জানান, সব শ্রমিককে নিয়োগপত্র প্রদান করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। ন্যূনতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে। প্রত্যেক শ্রমিকের বেতন সমপরিমাণ ঈদ বা পূজার বোনাস প্রদান করতে হবে। প্রতি ওয়ার্ডে দুজন ডোম নিয়োগ দিতে হবে। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা ও স্বাভাবিক মৃত্যু হলে কাষ্ট বা দাফনের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ ও বন্দরে পরিচ্ছন্নতাকর্মীদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানে সিটি মেয়রকে প্রয়োজন। নারায়ণগঞ্জ সিটি মেয়র বিদেশে আছেন। তিনি এলে সমস্যাটি উপস্থাপন করা হবে।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        