শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খারাপ ফলাফলে ১২ দিন নিখোঁজ ছিল দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নিখোঁজের ১২ দিন পর দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নগরীর ধাপ শ্যামলী লেনের সেকেন্দার আলীর ছেলে আদহাম আল সামী ও আবদুল্লাহ আল মাসুদের ছেলে আলভী বিন আবদুল্লাহ পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। বৃহস্পতিবার বিকালে মেট্রোপলিটন পুলিশ তাদের ঢাকার একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করে। শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য জানান। এতে বলা হয়, গত ৩১ জুলাই ক্যান্টপাবলিক স্কুলের নবম শ্রেণি পড়ুয়া দুই ছাত্র সামী ও আলভী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ১ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় দুটি পৃথক জিডি করেন। এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ালে সামী ও আলভী ঢাকায় অবস্থান করছেন বলে নিশ্চিত হয় পুলিশ।

গত বৃহস্পতিবার ঢাকার খিলক্ষেত থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় তাদের।

ব্যাপারীপাড়া বাজার মাদরাসা ও এতিমখানা জামে মসজিদের পাশে আল আমিন ছাত্রাবাস থেকে সামী ও আলভীকে উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সামী ও আলভী জানায়, আলভী ও সামী একই ক্লাসে ও একই এলাকায় বসবাস করত। তাদের মিডটার্ম পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মানসিক ডিপ্রেশনে থেকে ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টায় তারা বাসা থেকে পালিয়ে যায়। প্রথমে তারা লালমনিরহাটে, পরে সেখান থেকে ট্রেনে ঢাকায় চলে আসে। সামী ও আলভী বাসায় মোবাইল ফোন রেখে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। ওই দুই ছাত্রকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর