শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিয়ে করার অপরাধে পরিবার নিয়ে ভিটাছাড়া

পঞ্চগড় প্রতিনিধি

বিয়ে করার অপরাধে পরিবার নিয়ে ভিটাছাড়া

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। বিয়ে করার অপরাধে বাপের ভিটা থেকে অবিবাহিত ভাই-বোনেরা দুই শিশু সন্তানসহ পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার মিলছে না। সম্প্রতি স্থানীয় ভজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ফরিদুল ইসলাম সন্টু। লিখিত বক্তব্যে সন্টু জানান, সাত ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। তার বড় দুই ভাই মারা গেছেন। অপর বড় ভাইয়ের বয়স ৫৫ পেরুলেও বিয়ে করেননি। তিন বোনের মধ্যে ছোট বোন ঝরনা শিক্ষকতা করেন। বড় দুই বোন মধ্যবয়সী। বাড়িতেই থাকেন। তিন বোনই অবিবাহিত। অবিবাহিত তিন বোন ও এক ভাই মিলে থাকেন বাবার বাড়িতেই। সন্টুও ওই বাড়িতেই থাকতেন। সন্টু যখন বিয়ে করতে চান তখন চার ভাই-বোনই বাঁধা দিয়েছিল। সন্টুর দাবি, তার কোনো ভাই-বোন বিয়ে করেনি। তারা চেয়েছিলেন তিনিও (সন্টু) যেন বিয়ে না করেন। কিন্তু ভাই-বোনের কথার অবাধ্য হয়ে বিয়ে করেন । তখন থেকে ভাই-বোনদের সম্পর্কে ফাটল ধরে। তাদের অমতে বিয়ে করায় প্রায়ই ঝগড়া হতো। চার বছর আগে সন্টুকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ছোট্ট দুই মেয়েকে নিয়ে তখন থেকে ভাড়া বাসায় থাকেন তিনি। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। বড়ভাই মন্টু জানান, সন্টু বাবার সম্পত্তির অংশীদার। আমরা জমি দেওয়া বা নেওয়ার কে? সন্টু বলেন বিষয়টি মিটমাটের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, বর্তমান চেয়ারম্যান মসলিম উদ্দিন, স্থানীয় হামিদুল হাসান লাবুসহ কয়েকজন উদ্যোগ নেন। ভাই-বোনেরা সালিশ মানছেন না। চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান, কয়েকবার ডাকা হয়েছে। সন্টুর ভাই-বোনেরা কারও কথা শোনেন না।

 

সর্বশেষ খবর