শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষার্থীদের থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষার্থীদের থেকে ৬০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এরআরবি কলেজের অফিস সহায়ক ও অধ্যক্ষের বিরুদ্ধে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দীনদত্ত ব্রিজের কাছে অবস্থিত এরআরবি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল ছিল পরীক্ষার প্রথম দিন। কলেজ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী মোট ৮৩ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে। অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেন কলেজের এক শিক্ষক। একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক বলেন, পরীক্ষার হলে সুবিধা দেবে বলে ৬০০ করে টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযাগ অস্বীকার করে এরআরবি কলেজের অফিস সহকারী মাহবুবুর রশিদ স্বপন বলেন, কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়।

সর্বশেষ খবর