শিরোনাম
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাহারাদারদের বেঁধে সোনার দোকান লুট

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে দুটি সোনার দোকান ও একটি ফলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির আগে ৮ পাহারাদার ও এক ব্যবসায়ীকে বেঁধে ফেলে ১৫ সদস্যের ডাকাত দল। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ সামনে পড়লে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। উপজেলার পৌর এলাকার পুরাতন মুরগি মহাল এলাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জুয়েলারি দোকান ও এক ফল ব্যবসায়ীর অন্তত ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র হাতে অন্তত ১৫ সদস্যের ডাকাত দলের প্রত্যেকে থ্রি-কোয়ার্টার প্যান্ট, সেন্ডুগেঞ্জি ও মাস্কপরা অবস্থায় ছিল। শুরুতেই এলাকার ৫ বাজার পাহারাদারসহ ৮ জনকে বেঁধে ফেলে। পরে একে একে মুক্তা জুয়েলার্স, বিসমিল্লাহ জুয়েলার্স ও মাহাদি হাসান ফল ভান্ডারে লুটতরাজ চালায়। পুলিশ জানায়, ডাকাতদলকে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর