মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঝন্টু হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের টাইলস মিস্ত্রি ওয়াজেদ হোসেন ঝন্টুর হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া শহরের সাতমাথায় ২১ নম্বর ওয়ার্ডের জনসাধারণ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ঝন্টুর বাবা আফজাল প্রামাণিক, মা রাজিবা খাতুন, স্ত্রী কুলছুম খাতুন, ভাই সজীব প্রামাণিক, বোন ফাতেমা খাতুন। এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম, রুপালি, রুল মণি, রাবেয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যারা ঝন্টুকে হত্যা করেছে তারা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক জুয়া ও ভূমি দখলসহ নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত। বিনা কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। চ্যান্দা মাসুদ ও ক্যালা রহমানের হুকুমে মোমিনুর হোসেন, কবির হোসেন, আয়নাল শেখ, আবদুর রহমান, রবিউল, কালাম, রানা, সাইফুলসহ  আরও ৫-৬ জন হত্যাকারীর আমরা সুষ্ঠু বিচার চাই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর