বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি

বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

প্রতি বছরের মতো এবারো ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীর তীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব। মঙ্গলবার রাতে বাঁধের গেট খুলে দেওয়ায় এ মাছ উৎসবে যোগ দিয়েছেন আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। মাছ ধরতে ব্যস্ত সবাই। মানুষের ভিড়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ হয়ে উঠেছে। দূরদূরান্ত থেকে অনেকে এসেছেন এই উৎসবে যোগ দিতে। গতকাল সকালে সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় গেলে এমন চিত্রটি চোখে পড়ে। জানা যায়, ১৯৭৮ সালে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের সেচ সুবিধার জন্য সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বুড়ির বাঁধ সেচ প্রকল্পের জন্য একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। স্লুইস গেটে আটকে থাকা সেই পানিতে প্রতি বছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব। এবারও বাঁধে মাছ ধরতে এসেছেন নারী, পুরুষ ও শিশুরা। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও। কারও হাতে টানাজাল বা ছেঁকাজাল। কেউবা খালি হাত দিয়েই কাদার মধ্যে মাছ খুঁজছে। জেলেরা মাছ শিকার করে সেটি বিক্রি করছেন বাঁধের পাশেই। তবে গত বারের তুলনায় বাঁধে মাছ তেমন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলেরা। এবার জালে বোয়াল, শোল, রুই, ট্যাংরা, পুঁটি, শিং, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর