রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সড়ক মেরামত দাবি এলাকাবাসীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার লোচনগঞ্জ-ভেন্নাতুলী বাজার-চরডুবাইল আঞ্চলিক সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‘আমরা এলাকাবাসী’র ব্যানারে শুক্রবার বিকালে মানববন্ধনে অংশ নেন শত শত লোক। এলাকাবাসী জানান, সড়কটি জনগুরুত্বপূর্ণ। ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের লোচনগঞ্জ বাজার থেকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভেন্নাতুলী বাজার হয়ে সদরপুর উপজেলার  ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কের। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা, ভদ্র্রকান্দা, মৌলবীরডাঙ্গী, কাউলিবেড়া ইউনিয়নের লোচনগঞ্জ, মাইঝাইল, চরব্রাহ্মণদী, ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন ও সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন চলাচল করে এ সড়কে। আলেখারকান্দা গ্রামের সোহেল ফকির বলেন, সড়কটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০১ সালে ইট বসানো হয়। প্রায় ১০ বছর ধরে সড়কটির বেহাল দশা। ৭৫০ মিটারে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাদরাসার শিক্ষক মিখাইল হোসেন বলেন, সড়কের কারণে  ভোগান্তির শেষ নেই। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়।

 

সর্বশেষ খবর