শিরোনাম
বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অনিয়মে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে সরকারি চাল আত্মসাৎ, অনৈতিকভাবে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিরামপুরের দিওড় ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে পদ শূন্যের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার আইন মোতাবেক চেয়ারম্যানের পদটি শূন্যের গেজেট প্রকাশ করতে বিরামপুর ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিওড় ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ওই ইউনিয়নে ৯ ইউপি সদস্য চেয়ারম্যান মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বরাবর অনাস্থা প্রস্তাব করেন।  বিরামপুর ইউএনও পরিমল কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, বিধি মোতাবেক দিওড় ইউপি চেয়ারম্যান পদটি শূন্য  ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর