রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চার মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

মাদক সেবনের দায়ে দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার দিবাগত রাত ৮টায় এ সাজা প্রদান করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান। মাদক আইনে প্রত্যেকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জনপ্রতি সাড়ে ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, মোবাশ্বেরুল হক (৩৫), হিমেল সরকার (২৭), সাইফুল ইসলাম শাওন (২৪) ও আবু তাহের (২৩)। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে মোবাশ্বেরুল হক, হিমেল সরকার, সাইফুল ইসলাম শাওন ও আবু তাহের মাদক সেবনের সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান ও চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক আইনে প্রত্যেকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জনপ্রতি সাড়ে ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর