বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রামপুলিশের মানবেতর জীবন

ঝালকাঠি প্রতিনিধি

অর্থকষ্টে দিন কাটছে ঝালকাঠির গ্রাম পুলিশদের। বছরের পর বছর সামান্য বেতনে সরকারের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান অর্থনৈতিক সংকটের কারণে তারা এখন দিশাহারা। পরিবারের ভরণ-পোষণসহ নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে গ্রামপুলিশদের। জেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে দ্রমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা স্বল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দুর্মূল্যের বাজারে ছেলে-মেয়ের উচ্চশিক্ষার অন্তরায় বেতন-ভাতা বৈষম্য। জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন দফাদার ও নয়জন মহল্লাদার মিলিয়ে ১০ জন গ্রামপুলিশ কর্মরত রয়েছেন।

সর্বশেষ খবর