শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাইলসের বদলে শিশুর জিহ্বায় অপারেশন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পাইলসের পরিবর্তে আরিয়ান (২) নামে এক শিশুর জিহ্বায় অপারেশনের অভিযোগ উঠেছে জামাল সালেহ উদ্দিন নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। ডা. আউয়াল শিশু সার্জারি সেন্ট্রার ও জেনারেল হাসপাতালে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর হাসপাতালে হইচই পড়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল শিকার করে ক্ষতিপূরণের আশ্বাস দেন ওই চিকিৎসক। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমেদ কবির জানান, চিকিৎসকের এ ধরনের ভুল হওয়া উচিত নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, সদর উপজেলার টুমচর গ্রামের নিজাম ও লিপির সন্তান আরিয়ান পাইলস সমস্যায় ভুগছিল। গতকাল ছেলেকে নিয়ে ডা. আউয়াল শিশু সার্জারি সেন্ট্রার ও জেনারেল হাসপাতালে আসেন এ দম্পতি। চিকিৎসক জামাল সালাহ উদ্দিনকে দেখানোর পর শিশুটিকে ভর্তি করা হয়। দুপুরে আরিয়ানকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এ সময় তার জিহ্বা অপারেশন করেন চিকিৎসক।

সর্বশেষ খবর