মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গুণগত মানের চা উৎপাদন নিয়ে উন্মুক্ত আলোচনা

পঞ্চগড় প্রতিনিধি

গুণগত মানের চা উৎপাদনের লক্ষ্যে পঞ্চগড়ে চা-চাষি, বাগান মালিক, চা কারখানা মালিকদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। তেঁতুলিয়া মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে সলিডারিডেট এশিয়া নেটওয়ার্ক ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) যৌথ আয়োজনে গতকাল এ সভা হয়। ইএসডিওর ডিপিসি আইনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ক্ষুদ্র চা চাষি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবদুল জব্বার, সহসভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় অঞ্চলের বটলিফ ফেক্টরি ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সলিডারিডেটের কর্মকর্তা মাহমুদুল আলম। সভায় ক্ষুদ্র চা-চাষি, বাগান মালিকদের প্রতিনিধি ও চা কারখানার মালিকরা তাদের মতামত তুলে ধরেন।

 

সর্বশেষ খবর