ডেপুটেশনে থাকা সব শিক্ষক একযোগে বিদ্যালয় ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যাপক সংকটের মুখে পড়েছে মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টি। বছরের শুরুতেই এ ধরনের পরিস্থিতিতে সন্তানের পাঠদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এমনকি বই বিতরণের ক্ষেত্রেও দেখা দিয়েছে জটিলতা। অনেক অভিভাবক ও শিক্ষার্থীদের গতকাল বই না নিয়ে ফিরে যেতে দেখা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সরকারি এক প্রজ্ঞাপনে ১৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ডেপুটেশনে থাকা শিক্ষকদের ডেপুটেশন বাতিল করে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডেপুটেশনে থাকা শিক্ষকের সংখ্যা কম থাকায় তেমন একটি সমস্যা তৈরি হয়নি। কিন্তু মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইয়ের আওতায় থাকা পরীক্ষণ নামের এই প্রাথমিক বিদ্যালয়ের আটজন শিক্ষিকাই ডেপুটেশনে নিযুক্ত থাকায় সমস্যায় পড়েন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। বিশেষ করে বার্ষিক সমাপনী পরীক্ষার কারণে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত তাদেরকে সেখানে বহাল রাখে কর্তৃপক্ষ। পরবর্তীতে গতকাল পিটিআইয়ের সুপার তাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে পূর্ববর্তী নিজ নিজ স্কুলে ফেরত পাঠান। যে কারণে গোটা স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সাল পর্যন্ত এসব পরীক্ষণ বিদ্যালয়ে নির্ধারিত শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হতো। পরবর্তীতে ওইসব শিক্ষকরা ইনস্ট্র্রাক্টর পদে পদোন্নতি হওয়ায় ডেপুটেশনে শিক্ষক নিযুক্ত করে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ এই কবছরে সারা দেশের এসব পরীক্ষণ বিদ্যালয়ে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে ডেপুটেশনের ভিত্তিতেই কার্যক্রম চলে আসছে। অন্যদিকে পরীক্ষণ বিদ্যালয়ের জন্যে কোনো বিকল্প ব্যবস্থা না রেখে সারা দেশে একই সঙ্গে ১৫ ডিসেম্বরের মধ্যে ডেপুটেশনে নিয়োজিত সব শিক্ষককে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে মাগুরা পরীক্ষণ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সব অভিভাবকই সেখানে তাদের ছেলেমেয়েদের এনে বাড়ি ফিরে যাচ্ছেন। শ্রেণি কক্ষগুলো ফাঁকা পড়ে আছে। সেখানকার পঞ্চম শ্রেণির ছাত্রী আলফ হাসান দিয়া জানায়, রবিবার বই নিতে না পারায় সোমবার সে স্কুলে বই নিতে এসেছিল। কিন্তু শিক্ষকরা না থাকায় বাড়ি ফিরে যাচ্ছে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া