ডেপুটেশনে থাকা সব শিক্ষক একযোগে বিদ্যালয় ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যাপক সংকটের মুখে পড়েছে মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টি। বছরের শুরুতেই এ ধরনের পরিস্থিতিতে সন্তানের পাঠদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এমনকি বই বিতরণের ক্ষেত্রেও দেখা দিয়েছে জটিলতা। অনেক অভিভাবক ও শিক্ষার্থীদের গতকাল বই না নিয়ে ফিরে যেতে দেখা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সরকারি এক প্রজ্ঞাপনে ১৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ডেপুটেশনে থাকা শিক্ষকদের ডেপুটেশন বাতিল করে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডেপুটেশনে থাকা শিক্ষকের সংখ্যা কম থাকায় তেমন একটি সমস্যা তৈরি হয়নি। কিন্তু মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইয়ের আওতায় থাকা পরীক্ষণ নামের এই প্রাথমিক বিদ্যালয়ের আটজন শিক্ষিকাই ডেপুটেশনে নিযুক্ত থাকায় সমস্যায় পড়েন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। বিশেষ করে বার্ষিক সমাপনী পরীক্ষার কারণে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত তাদেরকে সেখানে বহাল রাখে কর্তৃপক্ষ। পরবর্তীতে গতকাল পিটিআইয়ের সুপার তাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে পূর্ববর্তী নিজ নিজ স্কুলে ফেরত পাঠান। যে কারণে গোটা স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সাল পর্যন্ত এসব পরীক্ষণ বিদ্যালয়ে নির্ধারিত শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হতো। পরবর্তীতে ওইসব শিক্ষকরা ইনস্ট্র্রাক্টর পদে পদোন্নতি হওয়ায় ডেপুটেশনে শিক্ষক নিযুক্ত করে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ এই কবছরে সারা দেশের এসব পরীক্ষণ বিদ্যালয়ে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে ডেপুটেশনের ভিত্তিতেই কার্যক্রম চলে আসছে। অন্যদিকে পরীক্ষণ বিদ্যালয়ের জন্যে কোনো বিকল্প ব্যবস্থা না রেখে সারা দেশে একই সঙ্গে ১৫ ডিসেম্বরের মধ্যে ডেপুটেশনে নিয়োজিত সব শিক্ষককে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে মাগুরা পরীক্ষণ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সব অভিভাবকই সেখানে তাদের ছেলেমেয়েদের এনে বাড়ি ফিরে যাচ্ছেন। শ্রেণি কক্ষগুলো ফাঁকা পড়ে আছে। সেখানকার পঞ্চম শ্রেণির ছাত্রী আলফ হাসান দিয়া জানায়, রবিবার বই নিতে না পারায় সোমবার সে স্কুলে বই নিতে এসেছিল। কিন্তু শিক্ষকরা না থাকায় বাড়ি ফিরে যাচ্ছে।
শিরোনাম
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
মাগুরায় শিক্ষক শূন্যতায় পাঠদানে অনিশ্চয়তা
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর