মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে হিলিতে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি

করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত পাসপোর্ট যাত্রী ও বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকের ক্ষেত্রে নতুন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। গতকাল  হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রবেশ করতে হবে। সেখানেও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে প্রবেশ করতে হবে। পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ বহনের জন্য কোনো শ্রমিক কাস্টমসের ভবনের ভিতরে প্রবেশ করতে পারবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর